ঢাকা, রবিবার   ২৪ নভেম্বর ২০২৪

কলকাতার সিরিয়ালের আউটডোর শুট বাতিল?

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:৪০, ১৮ এপ্রিল ২০২৩

তাপমাত্রা প্রায় ৪১ ডিগ্রি। চারিদিকে তীব্র দাবদাহ। দু’দিন হল পশ্চিমবঙ্গর স্কুল কলেজগুলিও বন্ধ রাখার ঘোষণা দেওয়া হয়েছে। এই পরিস্থিতিতে অভিনেতা-অভিনেত্রী এবং কলাকুশলীর কথা ভেবে আউটডোর শুটিং বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। 

সাধারণত মাসের দ্বিতীয় রবিবার ছাড়া সিরিয়ালের শুটিং চলে প্রতি দিন। প্রায় ১৪ ঘণ্টা ধরে চলে শুটিং। সিরিয়ালের ব্যাঙ্কিংয়ের প্রবল চাপের জন্য অনেক সময় ছুটি পাওয়াও চাপ হয়ে যায় অভিনেত্রীদের। তার সঙ্গে আউটডোর শুটিং তো রয়েছেই। অনেক সময় বিভিন্ন দৃশ্যের জন্য এসি ফ্লোরের বাইরেও শুটিং করতে হয়। এই সময় আউটডোর শুটিং করা সত্যিই কষ্টকর।

তাই আউটডোর শুটিং যাতে এখন বন্ধ থাকে তার চেষ্টা চলছে। এছাড়া দুপুরের সময়টুকু যাতে শুটিং বন্ধ থাকে সেই চেষ্টা্ও চলছে। 

সূত্র: আনন্দবাজার

এসবি/ 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি